ওয়ারলেসে সওজের জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান নির্মান !

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-কুমিল্লা মহা সড়কের পাশে ফিশারী গেইট সংলগ্ন বরকন্দাজ সড়কের মাথায় সওজের জায়গা দখল করে দোকান নির্মান করছে এলাকার নুরু বরকন্দাজের পুত্র খোকন ও বোরহান বরকন্দাজ।

অবৈধ ভাবে দোকান বসিয়ে ভাড়া দিয়ে প্রতিমাসে অর্থ আদায় করছেন তারা। এই চক্রটির কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছে ভাড়াটিয়ারা।

প্রায় দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে চলছে তাদের এসব দোকান ব্যবসা। সরজমিনে গিয়ে দেখা যায় (২০ ফেব্রুয়ারী) মঙ্গলবার চাঁদপুর-কুমিল্লা মহা সড়কের পাশে ফিশারী গেইট সংলগ্ন

বরকন্দাজ সড়কের মাথায় সওজের জায়গা দখল করে বেশ কয়েকটি দোকান নির্মান করছে এলাকার একটি প্রভাবশালী চক্র। ফিসারী অফিস সংলগ্ন চাঁদপুর- কুমিল্লা সড়কের পাশে এসব দোকানের সামনে থাকা পথচারীদের হাটা-চলার জন্য যে খালি জায়গা রয়েছে, দোকান মালিকরা সেসব স্থানগুলো ও অবৈধ ভাবে দখল করে রেখেছেন।

স্থানীয়দের কাছে জানা যায়, ওই এলাকার নুরু বরকন্দাজের পুত্র খোকন ও বোরহান বরকন্দাজ তারা প্রভাব বিস্তার করে এই দোকানগুলো সড়কের জায়গা দখল করে অবৈধভাবে ভাড়া দিয়ে যাচ্ছেন।

স্থানীয় ক’জন ব্যবসায়ী জানান, এর বিনিময়ে তারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে মোটা অংকের টাকা ভাড়া গুনছেণ। সড়কের জায়গা দখল করে অবৈধ ভাবে এসব দোকান ভাড়া দেওয়া মালিকদের পক্ষে সওজের কর্মকর্তারা কেউই কোন ব্যবস্থা নিচ্ছেন না। অনেকের ধারণা তাদের যোগসাজসে এই চক্রটি এসব দোকানগুলো নির্মাণ করছে। তাই কর্তপক্ষের কোন সাড়াশব্দ নেই। এলাকাবাসীর প্রত্যাসা সড়কের পাশে এসব অবৈধ দোকান নির্মান কারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ খুব দ্রুত ব্যবস্থা নিবেন।

এবিষয়ে সড়ক ও জনপদের সার্ভেয়ার মারুফ হোসেনের কাছে আলাপকালে তিনি জানান, আমাদের বিষয়টি জানা ছিলনা।
আমরা আপনাদের মাধ্যমেই জানতে পারলাম,যদি ঘটনা সত্যি হয় তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবো।

সম্পর্কিত খবর