চাঁদপুরে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি ব্যাগ বোঝাই ১৫ কেজি গাঁজাসহ জাবেদুল ইসলাম রিফাত নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে,চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসীনের র্নিদেশে মডেল থানার ধারাবাহিক মাদক বিরোধী সাঁড়াশি সফল অভিযানে বিশাল এই মাদকের চালান উদ্ধার করতে সক্ষম হয় ।

চাঁদপুর মডেল থানার এএসআই হেলাল ও শহীদুল্লাহ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশের হাতে আটক হওয়া মাদক ব্যবসায়ী জাবেদুল ইসলাম রিফাত ফেনী জেলার দাগনভূঞা থানার নুরপুর দুর্গাপুর এলাকার জয়নাল আবেদীন বাবুলের ছেলে।

দীর্ঘদিন যাবত এই মাদক ব্যবসায়ী চাঁদপুর হয়ে বিভিন্ন জেলায় মাদকের চালান প্রচার করে। তেমনি কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান নিয়ে যশোর জেলার উদ্দেশ্যে চাঁদপুর হরিনা ফেরিঘাট এসে অবস্থান করে। যশোরের বাসের অপেক্ষা করার সময় পুলিশ হানা দিয়ে অবশেষে তাকে মাদকসহ আটক করতে সক্ষম হয়।

এর পূর্বেও চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় মাদকের বড় বড় চালান গোয়েন্দা পুলিশ থানা পুলিশ আটক করেছে।
মাদক ব্যবসায়ীর সাথে থাকা দুটি ব্যাগের ভিতরে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

অবশেষে তাকে মডেল থানায় নিয়ে আসার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, হরিনা ফেরিঘাট দিয়ে বিভিন্ন জেলায় মাদকে চালান পাচার হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান সর্বদা অব্যাহত থাকবে। যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর