চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলায় জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০ফেব্রুয়ারী (মঙ্গলবার) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম. মোসা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর, জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা, জেলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সহ জাটকা নিধন প্রতিরোধের সাথে জড়িত জেলার বিভিন্ন পর্যায়ের অংশীজন।

মার্চ এবং এপ্রিল এই দুই মাস জাটকা শিকার, সংগ্রহ, মজুত কিংবা বিক্রয় করা যাবে না। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় টাস্কফোর্সের সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর