লোধেরগাঁও সপ্রাবিতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা-২০২৪ অনুষ্ঠিত

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩২নং লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা-২০২৪।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন।

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা ভালো জামাকাপড় পরিধানের পাশাপাশি ভালো করে পড়াশেনাও করতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের মননশীলতার বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা উচিত। কারণ অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের বৃহত্তর পরিসরে নিজেকে প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে হাবিবা খুকি ও নাসির উদ্দিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ কাইয়ুম ফারুকী।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তারের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রেজ্জাক সিদ্দিকী, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন, মনির হোসেন, খালেদা বেগম, পান্না আক্তার, পিটিএ কমিটির সভাপতি শাহাদাত হোসেন মিঠু, সহ সভাপতি ওমর ফারুক তালুকদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহার, আনেয়ার হোসেন পাটওয়ারী, নিগার তাহমিনা, দিলরুবা আক্তার সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেন এর স্বাগত বক্তব্যে উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সেই সাথে নৃত্যানুষ্ঠান, গান, ছড়া, কবিতা আবৃত্তি করা হয়।

সম্পর্কিত খবর