চাঁদপুরে বিএনপির একাধিক পয়েন্টে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খালেদা জিয়া সহ শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে চাঁদপুর শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের নেতৃত্বে শহরের স্ট্র্যান্ড রোড চৌধুরী মসজিদ,পালবাজার ব্রিজ চত্বর,পৌরসভা ভবন সড়ক,কালীবাড়ি, কোর্টস্টেশন,বাইতুর আমিন মসজিদ সম্মুখ ও রেলওয়ে হকার্স মার্কেট এলাকায় লিফলেট বিতরণের সময় এডভোকেট সেলিমুল্লাহ বলেন, এক তরফার সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা।জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণের মাধ্যমে জনগণেরই দাবি তুলে ধরেছি।

তিনি আরো বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে এই কর্মসূচি আমরা পালন করছে বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, এডভোকেট শামসুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, বিএনপি নেতা শাহজালাল শেখ, দীন মোহাম্মদ জিল্লু, আনোয়ার হোসেন বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সামছুল ইসলাম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই সময় চিত্রলেখা মোড়ে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,বিএনপি নেতা শরিফ উদ্দিন পলাশ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ আরো অনেকে।

নতুন বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন যারা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী,চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিব ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর