উত্তর পশ্চিম মৈশাদী সপ্রাবিতে শিক্ষক মমতাজ বেগমের স্মৃতি স্মরণে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুমা মমতাজ বেগমের স্মৃতি স্মরণে মিলাদ ও দোয়া, শিক্ষা উপকরণ ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লায়লা সুলতানার সভাপত্বিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান,

সাবেক জেলা পরিষদ চাঁদপুর এর সদস্য মোঃ নুরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকন্ঠের চাঁদপুর জেলা প্রতিনিধি শাহ মোঃ জালাল উদ্দিন,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের বর্তমান সদস্য ও মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জেসমিন আক্তার বিথীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহার ভানু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত কর, মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিন্দু চক্রবর্ত্তি, মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মহসিন, মরহুমা মমতাজ বেগমের ছোট ছেলে বাংলাদেশ বিমানের কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান সুমন, উনার একমাত্র মেয়ে বদরুন্নাহার আঁখি, বিশিষ্ট সমাজসেবক কামাল পাটওয়ারী, সপন, মোফাজ্জল হোসেন গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক জেসমিন আক্তার, সাথী রানী কর, জাহানারা আরজু, রিপা চন্দ্র, জয়নুল আবেদিন, শারমিন আক্তার সহ সকল শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মৈশাদী দিঘীর পাড় দারুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নাছির উদ্দিন। শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে দুইশত কেটস্, দুইশত স্কুল ড্রেস ও পুরুস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা চমৎকার নৃত্যনুষ্ঠান প্রদর্শন করে

সম্পর্কিত খবর