চাঁদপুরে চরাঞ্চলের অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে কৃষক সমাবেশ

চাঁদপুর খবর রির্পোট:  চাঁদপুর জেলায় চরাঞ্চলের অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ ফেব্রুয়ারী চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় চরাঞ্চলের অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা প্রশাসক বলেন, নদী অববাহিকায় জেগে ওঠা চর কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনার ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। এর ফলে চরাঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান ক্রমেই উন্নতি হচ্ছে। চরে ফসল উৎপাদনে যেসব ঝুঁকি রয়েছে, তা মোকাবিলা করার জন্য শস্যের বহুমুখীকরণ খুব গুরুত্বপূর্ণ। তাই চর এলাকায় যে সীমিত সম্পদ রয়েছে তার সুষ্ঠু ব্যবহার জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অপর্ণা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, এনএসআই উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ মনোয়ার হোসেন, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূর হোসেন, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমাসহ সংশ্লিষ্ট অংশীজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।

এসময় কৃষকদের মাঝে সেচ পাম্প ও কৃষি বীজ বিতরণ করা হয়।

 

সম্পর্কিত খবর