শাহরাস্তিতে দাখিল পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের দায়ে শিক্ষক অব্যহতি

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের শাহরাস্তিতে দাখিল পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের দায়ে এক শিক্ষককে পরিক্ষার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পরিক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত এ আদেশ দেন।

জানা যায়, ওইদিন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিন দাখিল পরীক্ষার ‘কুরআন মাজিদ ও তাজভিদ’ (কোড ১০১) বিষয়ের পরীক্ষা চলাকালে শাহরাস্তি উপজেলার নুনিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্রে প্রত্যবেক্ষকের দায়িত্বরত ফেরুয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক শাখাওয়াত হোসাইনের নিকট চালু অবস্থায় একটি স্মার্ট মোবাইল ফোন পাওয়া যায়।

যার প্রেক্ষিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক জারীকৃত দাখিল পরীক্ষা-২০২৪ পরিচালনা নীতিমালার নির্দেশাবলী ২৭ লঙ্ঘনের দায়ে তাকে চলতি বছরের দাখিল পরীক্ষার সকল দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত জানান, পরিক্ষার হলে মোবাইল ফোন ব্যবহারের দায়ে ওই শিক্ষককে পরিক্ষার দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

সম্পর্কিত খবর