এম এম নুরুল হক উবি কেন্দ্রে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষার প্রথমদিন অতিবাহিত

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন এম. এম. নুরুল হক উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সারা দেশের ন্যায় চলমান এসএসসি পরীক্ষায় চাঁদপুর সদরের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম দিনের বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রথম দিনে এ কেন্দ্র ৭ শত ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১জন ছাত্র ও ৭জন ছাত্রী অনুপস্থিত ছিলেন। কেন্দ্র সচিব ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী উপরোক্ত বিষয়গুলো নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার এ কেন্দ্রে বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মোট পরীক্ষার্থী ছিল ২২৮ জন ছাত্র ও ৪৯২ জন ছাত্রী। এর মধ্যে ৮ অনুপস্থিত। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এসএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে আসেন চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মুকবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।

সম্পর্কিত খবর