শাহমাহমুদপুরে ভিডব্লিওবি ও জাটকা রক্ষায় জেলেদের মাঝে চাল বিতরণ

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে দুস্থ ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ২০২৩-২০২৪ দুই বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিওবি) ও জাটকা রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৫ ফেব্রুয়ারী) ইউনিয়ন পরিষদে ইউনিয়নের নিবন্ধিত অসহায় দুস্থ ও জেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়। উক্ত চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।

ইউপি সচিব এম এ কুদ্দুস আখন্দ রোকন ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আবুল হোসেনের তত্ত্বাবধানে চাল বিতরণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য নাজির হোসেন, শাহাদাত মিজি, বিল্লাল হোসেন খান, কবির হোসেন রনি, জিয়াউর রহমান, ইব্রাহিম তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর