স্বরস্বতী পূজার কার্যক্রম দিনের বেলায় সম্পন্ন করার সিদ্ধান্ত

সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব স্বরস্বতী পূজা উপলক্ষে জেলা প্রশাসন, চাঁদপুরের আয়োজনে বিশেষ সভা ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দেশের বৃহৎ পাবলিক পরীক্ষা এসএসসির পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় স্বরস্বতী পূজার সকল কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যার মধ্যে শেষ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সন্ধ্যার পর পূজা মণ্ডপে বা রাস্তায় কোনো ধরণের সাউন্ড সিস্টেম বা ডিজে সিস্টেম না বাজানোর সিদ্ধান্ত হয়। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বেলা ৩টা থেকে সন্ধ্যার মধ্যে পূজার শোভাযাত্রা শেষ করতে হবে বলে সভায় জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম,বিপিএম,পিপিএম(বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই উপ-পরিচালক দেওয়ান মানোয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, তমাল কুমার ঘোষ, বাবু দীলিপ সাহা ও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর