ভাইস চেয়ারম্যান পদে এবিএম রেজওয়ানের প্রার্থীতা ঘোষণা

মাসুদ হোসেন : আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নবাসীর ও জনগনের দাবির প্রেক্ষিতে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বারাকাত মোঃ রেজওয়ান ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।

মঙ্গলবার বিকাল ৪টায় রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ (ছোট সুন্দর বাজার) কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে তিনি প্রচারনা শুরু করেন। রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহীদুল ইসলাম। সাধারণ সম্পাদক আল মামুন লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী,

সাবেক ছাত্রনেতা আবুল বারাকাত মোঃ রেজওয়ান, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি,ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, সহ-সভাপতি সোহরাব হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারী,রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন জাকির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক পাটওয়ারী, ইউপি সদস্য জসিম তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনির পাটওয়ারী, লিয়াকত আলী খান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী , সাধারণ সম্পাদক মহসিন খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মমিন হোসেন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা মোঃ আলী হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন প্রমুখ।

এ সময় সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বারাকাত মোঃ রেজওয়ান বলেন,আপনাদের সেবা করার জন্য আমি জনপ্রতিনিধি হতে চাই। আপনারা সমর্থন নিয়েই উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছি। আবারও আপনাদের সমর্থণ থাকলে আগামী দিনে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবো।

চাঁদপুরের উন্নয়নের রুপকার, সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির চলার পথ মসৃন করতে আমি জনপ্রতিনিধি হতে চাই।

তিনি বলেন, দলীয় মনোনয়ন পেতে আমরা একত্রিত হয়ে আমাদের নেত্রী সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বর্তমানে সমাজকল্যান মন্ত্রী ডা. দীপু মনি আপার কাছে আহবান জানাবো।

এ সময় জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন মাস্টার, জেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আরাফাত হোসেন বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রব বেপারী, সেকান্দর খান, সহ সভাপতি খালেক তপাদার, দপ্তর সম্পাদক সেলিম মজুমদার, কোষাধ্যক্ষ লিটন পাটওয়ারী, আইন বিষয়ক সম্পাদক হান্নান মাস্টার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদ মোহাস্মদ আলী পাটওয়ারী,শহীদুল্লা হাজী,

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতানা বেগম, সদস্য মাহফুজুল কবির রাজু চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলেখা বেগম, যুব মহিলা লীগের সভাপতি রাইমা বেগম, সাধারণ সম্পাদক নাসরিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাইনউদ্দিন আরিফ, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রিয়াদ পাটওয়ারী, নূর মোহাম্মদসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর