চোখে ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশনসহ লেন্স প্রতিস্থাপন

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ১৯ ফেব্রুয়ারী-২০২৪ খ্রী: সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের সকদি রামপুর ”জরিনা-মেহের স্বাস্থ্যসেবা কেন্দ্র” এর উদ্যোগে বায়তুল ইজ্জত জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় এবং মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনায় চোখে ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন ও লেন্স লাগানো হবে।

স্থান:-জরিনা-মেহের স্বাস্থ্যসেবা কেন্দ্র, সকদি রামপুর (ভুলু ডাক্তার বাড়ি সংলগ্ন ওয়াপদা ব্রিজের দক্ষিন পাড়) চান্দ্রা, ১নং বালিথুবা ইউনিয়ন, ফরিদগঞ্জ, চাঁদপুর।

ছানি অপারেশনের জন্য বাছাইকৃত রোগীদের ঐদিনই মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুরে নেয়া হবে।

অপারেশনের জন্য বাছাইকৃত রোগীদের স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল পর্যন্ত যাওয়া-আসা, অপারেশনের উদ্দেশ্যে হাসপাতালে থাকা-খাওয়া, অপারেশন সংক্রান্ত পরবর্তী ঔষধ ও কালো চশমা বিনামূল্যে দেয়া হবে।
চোখে বিনামূল্যে লেন্স লাগানোর লক্ষ্যে রোগীদের ভোটার আইডি কার্ডের ফটোকপি, নিজের এবং নিকট জনের নাম ও মোবাইল নম্বর অবশ্যই সাথে রাখতে হবে।

শুভেচ্ছান্তে–
ডা: মো: সিরাজুল ইসলাম
মোবা:-০১৭১২-১৬৯৫৮০
ভারপ্রাপ্ত চিকিৎসক
জরিনা-মেহের স্বাস্থ্যসেবা কেন্দ্র।

সম্পর্কিত খবর