চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ভেজাল পন্যসহ ১ব্যবসায়ী আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ, এনামুল হক চৌধুরী’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মঈনুল হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ভেজাল পন্যসহ একজন অসাধু ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

৮ফেব্রুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বিপনীবাগ মিয়াজী মঞ্জিলের নিচ তলায় উত্তর পাশে রুম হইতে একজন ভেজাল পন্য মজুদকারীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ সময় আসামীর কাছ থেকে ১৯০ কোটা মিষ্টি মরিচের গুড়া, ৪০ প্যাকেট গুড়া সাবান, ১৫ প্যাকেট আচার, ২০ বোতল লোশন, ৪০টি মিনি প্যাক ফেয়ার এন্ড লাভলী উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২২হাজার ৯শ ১০টাকা। গ্রেফতারকৃত আসামীর নাম আফতাব আহামেদ প্রঃ বাবু (৪৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় উদ্ধারকৃত ভেজাল পন্য বিক্রির উদ্দেশ্যে তাহার নিজ বাসায় মজুদ রাখে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় ১৯৭৪ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫খ/২৫গ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর