চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রবীন শিক্ষক বড় শাহতলী গ্রামের মিজি বাড়ি নিবার্সী মো: ইব্রাহিম খলিল মিজি ইন্তেকাল করেছেন।
গতকাল ৭ ফেব্রুয়ারী (বুধবার) দুপুর ১টায় মরহুমের নিজ বাড়িতে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন)।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮০বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ৩মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ এশা মরহুমের জানাযার নামাজ শাহতলী জিলানী চিশতী কলেজে মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফেজ মো: খোকন মিজি। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে শাহতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজীর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রব মাষ্টার, মরহুমের বড় ছেলে হাফেজ মো: খোকন মিজি।
এসময় মরহুমের জানাযার নামাজে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা হারুন বিডিআর, ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মো: বাহাউদ্দিন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রুবেল কারী ,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: গিয়াসউদ্দিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: জাহাঙ্গীর আলম খান, স্থানীয় মো: বাবুল কারী, স্থানীয় মো: রিপন মিজি, বিশিষ্ট ইট বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, মরহুমের ছেলে ৪নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো: টিটু মিজি, মরহুমের ছেলে আবিদ হোসেন মিঠু, স্থানীয় মো: খাজা আহমেদ মিজি, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: মোবারক মিজি, ৬নং মৈশাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আল-আমিন খান উজ্জ্বল, স্থানীয় মো: রফিক কারী, মো: দুলাল কারী, শাহতলী বিআরএস ব্রিক ফিল্ডের সহকারি ম্যানেজার মো: আবুল হোসেন গাজী, ইট বালু ব্যবসায়ী মো: জসিম মিজিসহ শতশত মুসল্লিগণ।
শোক প্রকাশ
এদিকে, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রবীন শিক্ষক বড় শাহতলী গ্রামের মিজি বাড়ি নিবার্সী মো: ইব্রাহীম খলিল মিজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।