চাঁদপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শনে ডিআইজি নুরে আলম মিনা

চাঁদপুর খবর রির্পোট: চট্টগ্রাম রেঞ্জে’র ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম চাঁদপুর জেলা রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারী) চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে জেলা পুৃলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জে’র ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম।

এসময় চট্টগ্রাম রেঞ্জে’র ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

পরে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে জেলার অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট ও বাদক দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি।

পরিদর্শনকালে তিনি প্যারেডে অংশগ্রহণকারী ফোর্সের ফিজিক্যাল ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

ডিআইজি সকল অফিসার-ফোর্সকে প্রফেশনালিজম, ডিসিপ্লিন, রুলস-রেগুলেশন্স, ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণসহ প্রশাসনিক ও অপারেশনাল বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি চাঁদপুর জেলা রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন। এ সময় চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

পরিদর্শনকালে চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডে ডিআইজি সন্তোষ প্রকাশ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল মোঃ রিজওয়ান সাঈদ জিকু সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর