চাঁদপুর মেঘনায় অবৈধভাবে বালুকাটার অপরাধে ১টি ড্রেজারসহ ২শ্রমিক আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আবারো মেঘনা ও পদ্মা নদীতে প্রকাশ্য দিবালোকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালু খেকো সিন্ডিকেট চক্ররা।

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষমতার প্রভাব খাটিয়ে সন্ত্রাসী পাহারায় রেখে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চর ভৈরবী শেষ সীমানায় ড্রেজার দিয়ে বালু কাটছে।

অবশেষে চাঁদপুর নৌ এসপি কামরুজ্জামানের নির্দেশে পুলিশের বিশেষ টিম নদীতে অভিযান চালিয়ে বালু কাটার সময় ড্রেজার মেশিন সহ ২ জন শ্রমিক আটক করে।

নৌ পুলিশ ড্রেজার জব্দ করে নিয়ে আসার সময় তাদের উপর সেই বালু খেকোরা হামলা চালানোর চেষ্টা করে। অবশেষে চর ভৈরবী নৌ পুলিশ ফাঁড়িকে আটককৃত শ্রমিকদের নিয়ে আসা হয়।

দীর্ঘদিন যাবত চাঁদপুরের সেই আলোচিত বালু উত্তোলনকারী চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে নদীতে বালু কাটছে। নৌ পুলিশ বেশ কয়েকবার নদীতে অভিযান চালিয়ে সেই অবৈধ ড্রেজারসহ বলগেট জব্দ করার পর কিছুদিন বালু উত্তোলন বন্ধ ছিল।

তারপরেও আবারও চাঁদপুর জেলার হাইমচর উপজেলার শেষ সীমানায় মেঘনা নদীতে বালু উত্তোলন করে সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে।

এই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।
নীলকমল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর খানের কাছে অভিযানের তথ্য জানতে তিনি সঠিক তথ্য না দিয়ে তালবাহানা করেন।
অভিযোগ রয়েছে অবৈধভাবে নদীতে বালু উত্তোলনকারীরা নৌ-পুলিশের এসকল অসাধু কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বালু উত্তোলন করছে।

নৌ পুলিশ এসপি কামরুজ্জামান জানায়, অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ১টি বলগেট সহ ২জন শ্রমিক আটক করে নিয়ে আসা হয়েছে। বালু উত্তোলনকারী সিন্ডিকেট চক্ররা বেপরোয়া হয়ে উঠেছে। নদীতে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর