বগুড়া ফাইভ স্টার হোটেল মম ইন ম্যানেজার রুবেল রুশদীর জন্মদিন পালন

চাঁদপুর খবর রির্পোট: বগুড়া ফাইভ স্টার হোটেল মম ইন এর ম্যানেজমেন্ট এর আয়োজনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র বড় ভাই বগুড়া ফাইভ স্টার হোটেল মম ইন এর ম্যানেজার রুবেল রুশদী জন্মদিন পালিত হয়েছে।

গতকাল ১ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বগুড়া ফাইভ স্টার হোটেল মম ইন এ জন্মদিনে কেক কাটেন হোটেল এর ম্যানেজমেন্ট এর কর্মকর্তাবৃন্দ।

পরে হোটেল মম ইন এর ম্যানেজার রুবেল রুশদীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার টিপু সুলতান, আরডিএম রাকিবুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

সম্পর্কিত খবর