উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি’র নবাগত সহ: প্রধান শিক্ষকের যোগদান

স্টাফ রিপোর্টার: শিক্ষা অধিদপ্তরের সবশেষ নীতিমালা অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে নবাগত সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামানের নিয়োগ এবং আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ফেব্রুয়ারী (বৃহম্পতিবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে পরিচিতি সভায় বিদালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আমরা একজন গণিত বিষয়ে অভিজ্ঞ সহকারী প্রধান শিক্ষক পেয়েছি। নবাগত সহকারী প্রধান শিক্ষককে অত্র বিদ্যালয়ে স্বাগত জানাই ও অভিনন্দন জানাই ।
এই নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ের সাবেক জনপ্রিয় সহকারী প্রধান শিক্ষক নাজমা মেডামের  শূন্যস্থান পূরন হলো। নাজমা মেডামের স্থানে একজন দক্ষ সহকারি প্রধান শিক্ষক দরকার ছিল। নবাগত সহকারী প্রধান শিক্ষক গনিতে দক্ষ । যারা প্রতিষ্ঠানে চাকুরী করে তাদের প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। প্রতিষ্ঠানের জন্য সাবেক সহকারী প্রধান শিক্ষিকা নাজমা মেডাম সংগ্রাম করেছেন। নবাগত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করবে,প্রতিষ্ঠানকে ভালো বাসবো , এই আশা রাখছি । তোমরা একজন ভালো মেধাবী সহকারী প্রধান শিক্ষক পেয়েছো। এ বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিষ্ঠানকে ভালোবাসে। আশা করছি আপনাদের নেতৃত্বে বিদ্যালয়টি সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন , শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, বিদ্যালয়ের নবাগত সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ
নূরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, বিদ্যালয় সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, খন্ডকালীন শিক্ষক মো: মেহেদী হাসান সরকার, কস্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসেন।
শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের নবাগত সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের কস্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের নবাগত সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান গত ৫ জানুয়ারী ২০২৪ তারিখে বিদ্যালয়ে সরকারি বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হন। পরে তিনি ৮জানুয়ারী অত্র বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

সম্পর্কিত খবর