ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কচুয়া আসনের সাংসদ ড.সেলিম মাহমুদ কচুয়ায় দ্বিতীয় দিনের মতো ৫টি স্পর্টে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
৩ দিনের সফরের দ্বিতীয় দিনে শুক্রবার দিনব্যাপী উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন প্রাঙ্গনে,কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের কোমরকাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোঁয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,কাদলা ইউনিয়নের গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন প্রধান অতিথি ড.সেলিম মাহমুদ এমপি ।
ওই দিন ড.সেলিম মাহমুদদ এমপি ৫ হাজার হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের কোমরকাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন,
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রাসেল,যগ্ম-সম্পাদক মোতালেব হোসেন, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শামিম,ইউপি সদস্য শরিফুল ইসলাম মানিক,মনির হোসেন,বিল্লাল হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।