চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বাবু ও সেক্রেটারী বদরুল নিবার্চিত

সাইদ হোসেন অপু চৌধুরী/মো:মহসীন হোসাইন : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ জন জয়লাভ করেছেন।
সমিতির ১৫ পদের মধ্যে বাকি ৭ পদে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী পরিষদ প্যানেল থেকে প্রার্থীরা জয়লাভ করে।
২৫ শে জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে, আইনজীবী সমিতি ভবনের (২য়) তলায় ভোট গ্রহন সম্পন্ন হয়।

নির্বাচন উপলক্ষে সকাল থেকেই ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত ভোট কেন্দ্র ও আদালত এলাকা ছিল উৎসব মুখর। ভোট চলাকালে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,  জনপ্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রার্থীদের অভিভাবক ও সমর্থক সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। রাতে জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির বর্তমান সভাপতি অ্যাড. এ.টি.এম মোস্তফা কামাল। রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক অ্যাড. এ জেড এম কামরুল হাসান রিপন, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহ-সভাপতি অ্যাড.এম কামরুল হাসান রিপন,ও জুনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তোরন।

নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী পরিষদ নামে ২টি প্যানেলে মোট ১৫ টি পদে ৩০ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। এতে মোট ৩৭৬ ভোটারের মধ্যে ৩৬৯ জন ভোটার নিজেদের ভোটাধিকার গোপন ব্যালটের মাধ্যমে প্রয়োগ করে উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।

নির্বাচনে অ্যাড. মোঃ সাইয়েদুল ইসলাম বাবু ২০৪ ভোট পেয়ে সভাপতি এবং অ্যাড. মোঃ বদরুল আলম চৌধুরী ১৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সিনিয়র সহ সভাপতি অ্যাড. এ এন এম মাইনুল ইসলাম (১৯৪) ভোট, জুনিয়র সহ সভাপতি অ্যাড. মোঃ শাহজাহান আখন্দ, (১৮৫) ভোট, যুগ্ম সম্পাদক অ্যাড. মোঃ শরীফ মাহমুদ সায়েম (১৯৪) ভোট, সম্পাদক ফরমস অ্যাড. সাজ্জাদুল বোরহান রিদয় (১৮৯) ভোট, সম্পাদক লাইব্রেরী অ্যাড. জাবির হোসেন (২১০) ভোট, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাড. বিশ্বজিৎ কর রানা (১৮৭) ভোট, রানিং অডিটর অ্যাড. মোঃ শফিকুল ইসলাম রনি (১৯০) ভোট, জেনারেল অডিটর অ্যাড. মোঃ মামুন হোসেন মিয়াজি (১৮৫) ভোট, চেয়ারম্যান রেজিস্ট্রার অথরিটি অ্যাড. মোঃ আবু কাউছার (১৮৭) ভোট, সম্পাদক রেজিস্ট্রার অথরিটি অ্যাড. শাহ ই জালাল সাব্বির (১৯৪) ভোট, সদস্য রেজিস্ট্রার অথরিটি অ্যাড. আব্দুল আল নাকিব (১৮৫) ভোট, অ্যাড. মুহাম্মদ শেখ সাদী (১৮১) ভোট, অ্যাড. মোঃ আবির হাসান রনি (১৭৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত খবর