সেচ কাজে সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী জাকির পাটওয়ারীকে পুরষ্কার প্রদান

মাসুদ হোসেন : ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৮ম বার্ষিক সাধারণ সভা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে বাবুরহাটস্থ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গত বছরে সমিতির আওতায় সেচ কাজে সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহার করে যথা সময়ে বিল পরিশোধ করায় মোঃ শাহাদাত হোসেন জাকির পাটওয়ারীকে পুরষ্কৃত করেছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ড। অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও রামপুর ইউনিয়নের কামরাঙা সেচ স্কিমের এরিয়া ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন জাকির পাটওয়ারীর হাতে পুরষ্কার তুলে দেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন। জাকির পাটওয়ারীকে সম্মানিত করায় সমিতির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

উক্ত সভার সভাপতিত্ব করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা বোর্ডের সভাপতি মোঃ আমিরুল ইসলাম চৌধুরী। এসময় সমিতির পরিচালনা বোর্ডের সকল সদস্য ও ব্যবস্থাপনা পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর