ফরিদগঞ্জে ইসলামিয়া ও স্কয়ার হাসপাতাল সিলগালা ও জরিমানা

এস এম ইকবাল, ফরিদগঞ্জ : ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই হাসপাতালের একটি সিলগালা করেছে এবং অপর একটি সিলাগালা করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (২২ জানুয়ারি) বিকালে এই তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহারের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কয়েকটি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এরমধ্যে ইসলামিয়া হাসপাতালের লাইসেন্স না থাকায় সিলগালা এবং রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারস্থ স্কয়ার হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে লাইসেন্স না থাকায় সেটিকেও সিলগালা করে দেয়া হয়।

অভিযান পরিচালনাকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিৎসক ডা. ফয়সাল রানা, ডা. মাকসুদুল হাসান, স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, ও ফরিদগঞ্জ থানার সহকারি উপপুলিশ পরিদর্শক (এএসআই) কামাল’র নের্তৃত্বে পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর