চাঁদপুর-২ আসনে আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দিপু চৌধুরী

বিশেষ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আশফাক হোসেন চৌধুরী মাহি, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ রফিকুল আলম জজ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক এইচএম জাহাঙ্গীর,

উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মুক্তার হোসেন গাজী, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ, জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য আহসান উল্ল্যাহ হাসান, শাহ আলম সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ হানিফ দর্জি,

ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগ নেতা ছোবহান সরকার সুভা, ইউপি চেয়ারম্যান আজমাল হোসেন চৌধুরী, গাজী সেলিম মিয়আবু বকর সিদ্দিক খোকন, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, আলহাজ¦ হাবিবুর রহমান হাফিজ তপাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিবুল হক চৌধুরী সুমিত,

উপজেলা যুবলীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহার, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, সদস্য বাবু মিয়া, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি নিয়ামুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলম, সাবেক ছাত্রলীগ নেতা জহির রায়হান, মামুন হাওলাদার, লিখন সরকার, তামজিদ সরকার রিয়াদ, নোমান দেওয়ান, নাজমুল হোসেন, জেলা ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগ নেতা সদরুল আমিন’সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি নিয়মিতই আমার নির্বাচনী এলাকায় যাই। দলীয় নেতাকর্মী ও জনসাধারণের পাশে থাকি। মতলবের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি।

চাঁদপুর-২ নৌকার মাটি, নৌকার দেশ, টিকেট পেলেই লেটারে পাশ। জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হবো। পাশাপাশি চাঁদপুর-২ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর