চাঁদপুরে বিরোধীদলের ডাকা হরতাল শান্তিপূর্ন ভাবে পালিত

মোঃ ইসমাইলঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে চাঁদপুরে বিএনপির, জামায়াতসহ অন্যান্য সকল রাজনৈতিক দলের ডাকা হরতালের ২য় দিনের শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে।

হরতাল চলাকালীন চাঁদপুরে যান চলাচল ছিল স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
২০ নভেম্বর বিরোধী দলের ডাকা হরতাল চাঁদপুরে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই পালিত হয়েছে।

জনগনের যান মানের নিরাপত্তা জন্য শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা। চাঁদপুরে হরতালে আইন শৃঙ্খলা রক্ষা তিন স্তরের নিরাপত্তা বাহিনী ( পুলিশ, র্যাব, বিজিবি)। চাঁদপুর থেকে দূরপাল্লার বাস চলাচল না থাকলেও শহরে সিএনজি, অটোরিকশাসহ ছোট খাটো ব্যাপক যানবাহন চলাচল করতে দেখা যায়।

চাঁদপুর থেকে বাস চলাচল বন্ধ থাকলেও নৌ-পথে লঞ্চ ও রেলপথ ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। তবে নৌ-পথে যাত্রী সংখ্যা ছিল সীমিত। হরতাল বিরোধী আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদপুরে কালীবাড়ি, বড় স্টেশন, ওয়ালেস, বাবুর হাটসহ গুরুত্বপূর্ণ স্থানে বসে অবস্থান নিয়েছে। চাঁদপুরে হরতালের পক্ষে কোন মিছিল, সমাবেশ ও পিকেটিং করতে দেখা যায়নি।

সম্পর্কিত খবর