৫৮ তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালন করল এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুর

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৮ তম বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুর।

বিশ্ববিদ্যালয়ের দিবস উপলক্ষে চাঁদপুরের সংগঠনের পক্ষ দিনটিকে স্মরনীয় করে রাখার জন্য বিভিন্ন কর্মসূচী পালন করেছেন।

কর্মসূচীর মধ্যে ছিলো ১৮ নভেম্বর শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বনাঢ্য র্যালী, কেক কাটা, পরিচয় পর্ব, স্মৃতিচারন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

চ’বির সাবেক শিক্ষাথীরা বিকেলে প্রেসক্লাবের সামনে থেকে বনাঢ্য র্যালী বের করেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এসেই শেষ হয়। র্যালি শেষে শহরের এলিট চাইনীজ রেষ্টুরেন্টে কেককাটা ও স্মৃতিচারন অনুষ্ঠানে অংশ নেয় সাবেক শিক্ষাথীরা।

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এক্স ষ্টুডেন্ট ক্লাব চাঁদপুরের সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম।

স্মৃতিচারন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ) রাশেদুল হক চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার ( রিভার ) শ্রীমা চাকমা, অতিথি চাঁদপুর সরকারী কলেজের ফিজিক্সের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার,

চাঁদপুর এক্স স্টুডেন্ট ক্লাবের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রিপন , উপদেষ্টা অ্যাডঃ মিজানুর রহমান, শিক্ষক শাহজাহান সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি ও অনুষ্ঠানের আহবায়ক রোটারিয়ান মোস্তাক আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক ব্যাংকার মাশরুর হাসান ভ’ইয়া সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস ছামাদ খান রাজন, প্রচার সম্পাদক রাকিব,

সদস্য সহকারী প্রফেসার আলমগীর হোসেন, সাবেক শিক্ষাথী তৈয়ব মাহবুব খান, অধ্যক্ষ মাসুদ আহমেদ, ব্যাংকার আনোয়ার হোসেন, ব্যাংকার নাছির হোসেন,সহকারী অধ্যাপক আতাউল্লা, মোক্তার আহমেদ, লেকচারার দিদারুল আলম সজল, ব্যাংকার তুহিন আহম্মেদ, হুমায়ন কবির, ব্যবসায়ী আল আমিন, সহকারী অধ্যাপক মোক্তার আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকতা কাউছার আহমেদ, সাবেক শিক্ষাথী ইমাম হোসেন, ব্যাংকার ওসমান, মোস্তাফিজুর রহমান,

শিক্ষক সাহেরা আক্তার, প্রভাষক সোহেনা হক, সাবেক শিক্ষাথী মাসুদ, ব্যাংকার আরিফ হোসেন, শিক্ষক মামুনুর রহমান, সহকারী অধ্যপক জিসান আহমেদ, সিনিয়র লেকচারার কামাল হোসেন, সহকারী প্রফেসর নেওয়াজ মোঃ জানে আলম, সাবেক শিক্ষাথী মোস্তাফিজুর রহমান, অ্যাডঃ ওমর ফারুক টিটু, বাহাউদ্দিন বাহার, সাফায়েত খান প্রমুখ।

স্মৃতিচারন অনুষ্ঠানে সাবেক শিক্ষাথীরা বিশ^বিদ্যালয়ে পড়া অবস্থায় তাদের নিজ নিজ কর্মকান্ড ও স্মৃতিময় বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসের স্মৃতিগুলো সবসময়ই আমাদের মনে পড়ে। পড়ালেখা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব সহ সকল কিছুই মনে পড়ে। আমরা যে যেখানেই থাকিনা কেনো ভার্সিটির বড়ভাই ও ছোটভাইদেও সাথে রয়েছে সকলেরই সুসর্ম্পক।

বিশ^বিদ্যালয় দিবসটিতেই আমরা ইলিশ নগরীতে সুন্দরভাবে কাটিয়েছি। আমাদের মনে পড়ে যায় ক্যাম্পাসের সকল কিছু। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকলেই বিভিন্ন স্থানে স্ব স্ব অবস্থানে খুবই ভালো আছে। আমাদের সময় আর এখনকার সময় ক্যাম্পাসের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আমরা যেখানেই থাকিনা কেনো চবি’র সকলেই সকলের খোজ-খবর নিবো।

আমরা চাঁদপুর জেলাতেই এসে এখানে যারাই বিভিন্ন সরকারী-বেসরকারী সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি চাঁদপুরের এ আয়োজন সবসময়ই মনে থাকবে।

স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে সাবেক শিক্ষাথীরা ও সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সম্পর্কিত খবর