চাঁদপুরে ভিক্ষুক পূর্ণবাসন কর্মসূচির আওতায় গাভী ও শাড়ি বিতরণ

গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুরে জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয় চাঁদপুর এর আয়োজনে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় চাঁদপুর পৌরসভায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর ৩ জনকে ২টি দাবি ও ১জনকে শাড়ি কাপড়ের ব্যবসায়িক উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকাল ১৩ নভেম্বর সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে গাভী ও শাড়ি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বশির আহম্মেদ,জেলা সমাজসেবার উপ-পরিচালক রজত শুভ্র সরকার, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মুহাম্মদ মাহমুদুল হাসানসহ অন্যান্যরা।

উপকার ভোগীরা হলেন পৌর সভার ৭ নং ওয়ার্ডের রানী বেগম ও রহিমা বেগম, (গাভী পালন) এবং (শাড়ি কাপড়ের ব্যবসা) পৌর সভার ৩ নং ওয়ার্ডের অহিদা খাতুন।

সম্পর্কিত খবর