চাঁদপুর শহরের গুয়াখোলা সপ্রাবি প্রতি মাসে বিদুতের তার চুরি !

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহরের গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতি মাসে বিদুতের তার চুরির ঘটনা ঘটেছে। গতকাল ১৭সেপ্টেম্বর (রবিবার) বিদ্যালয়ের পেছনের পিলার থেকে বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে।

বিষয়টি গতকাল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার শিল্পী তার ফেসবুক ফেইজে এ তথ্য নিশ্চিত করেন ।
এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকদের ভোগান্তি সৃষ্টি হয় ও পানি সমস্যা দেখা দেয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার দৈনিক চাঁদপুর খবরকে জানান শহরের প্রানকেন্দ্রে অবস্থিত গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতি মাসে চুরির ঘটনা ঘটেছে। এতে করে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে । চোর সনাক্ত করা যাচ্ছে না । নতুন করে তার কিনতে আর্থিক সমস্যায় পড়ছি । আমি ঘটনাটি চাঁদপুর পুলিশ সুপার ও মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করছি । দ্রুত তদন্ত করে চোর সনাক্ত ও চুরিকৃত বিদুতের তার উদ্ধারের দাবী করছি ।

এ ছাড়াও তিনি ও তার সহকারী শিক্ষকরা জানান, বিদ্যালয়ে নানাবিধ সমস্যায় জর্জরিত। বিদ্যালয় চলাকালীন শব্দদূষণ, বিদ্যালয় সম্মুখে সি এন জি পার্কিং, সবজি বিক্রি, ফলফলাদি সহ নানা আইটেমের ভ্যানগাড়ি, বিলবোর্ড ইত্যাদি’র কারনে পাঠদান বিঘ্ন হয়।

সম্পর্কিত খবর