মতলবে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিনে সহকারি কমিশনার ভূমি ( এসিল্যান্ড) তাসনিম আক্তারের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৯ম শ্রেণীর এক ছাত্রী।

এ ঘটনাটি ঘটেছে ৩ জুলাই সোমবার মতলব পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ দিঘলদী গ্রামের পাটোয়ারী বাড়ীতে।

জানাযায় মতলব পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ দিঘলদী গ্রামের পাটোয়ারী বাড়ীর জহির পাটোয়ারীর মেয়ে ৯ম শ্রেনীর শিক্ষার্থী সাথে বিষ্ণুপুর এলাকার এক ছেলের সাথে বিয়ের প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার ভুমি তাসনিম আক্তার । এ সময় তিনি ওই শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করে দেন ।

এ সময় সহকারী কমিশনার ভুমি তাসনিম আক্তার বলেন ছাত্রীর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া যাবেনা। এই মর্মে তার অভিভাবকদের কাছ থেকে মুচলেখা নেওয়া হয়েছে ।

যদি গোপনে বিয়ে দেওয়া হয় তাহলে তাদের বিরোদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান । পরে বিয়ে বাড়ীর প্যান্ডেল ভেঙ্গে ফেলা হয় এবং রান্না করা খাবার এতিমখানায় বিতরণ করা হয় ।

সম্পর্কিত খবর