আজ ২৩জুন ও ২৬জুন শাহতলী বাজারে কোরবানি পশুর হাট

চাঁদপুর খবর রির্পোট: আজ ২৩জুন (শুক্রবার) ও আগামী ২৬জুন (সোমবার) চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী বাজারে কোরবানির পশুর হাট বসবে। শাহতলী বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকবে গ্রাম পুলিশ ওমডেল থানা পুলিশ ।

ঐতিহ্যবাহী শাহতলী বাজারের কোরবানির গরু ছাগলের হাট চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ইজারা প্রদান করা হয়।

ঐতিহ্যবাহী শাহতলী বাজার ইজারাদারদের সাথে কথা বলে জানা যায়, ইতোমধ্যে বাজারে গরু-ছাগলের হাটের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এ বাজারের গরুর হাটে স্বল্প হাচিলে কোরবানির পশু ক্রয় বিক্রয় করা যাবে। প্রতিবছর এ হাটে প্রচুর কোরবানির পশু কেনাবেচা
হয়।

এ বিষয়ে ঐতিহ্যবাহী শাহতলী বাজারে কোরবানি পশুর হাট এর ইজারাদার ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা মিজি দৈনিক চাঁদপুর খবরকে জানান, ঐতিহ্যবাহী শাহতলী বাজারে কোরবানি পশুর হাটের ঐতিহ্য ধরে রাখতে আমরা কাজ করে যাচ্ছে।

ক্রেতা-বিক্রেতারা নিবিঘ্নে এ বাজারে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন। ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। চাঁদপুর মডেল থানা পুলিশ ও গ্রাম পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।

সম্পর্কিত খবর