চাঁদপুর সদর উপজেলায় বিনামূল্যে কৃষকের মাঝে সার ও চারা বিতরণ

গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর সদর উপজেলা পরিষদে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে সার, বীজ ও দেশী নারকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।

২১ মে বুধবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম সম্মুক্ষে ৮০০ কৃষকের মাঝে সার বীজ ও ৩০০ কৃষকের মাঝে দেশী নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

এসময় তিনি বলেন আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার।সরকার দেশে খাদ্যদ্রব্য ও পন্যের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রনদনার দিচ্ছে।যার কারনে আমাদের কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমাদের আশেপাশের কোন জমি অব্যবহিত থাকলে তার ব্যবহার নিশ্চিত করবেন।এছাড়াও আপনাদের কৃষি কাজের যে কোন সমস্যার জন্য আপনার কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবেন।

এসময় উপস্থিত ছিলো সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়,উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার দাস,রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী, ইউপি সদস্য মোঃ মহসিন মৃধা প্রমুখ।

সম্পর্কিত খবর