চাঁদপুরে মোবাইল কোর্ট ২মাদক ব্যবসায়ী ৩মাসের কারাদন্ড

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর এসিল্যান্ড অফিসের উদ্যোগে ও চাঁদপুর ডিএনসির সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে গাঁজা ব্যবসায়ী ও সেবনকারী মো: এরশাদ ও আব্দুল রহমান প্রকাশ বাবুল নামক দুইজনকে কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট ।

গতকাল ১৩জুন (মঙ্গলবার) চাঁদপুর পৌরসভার আক্কাস আলী স্কুলের আশেপাশে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ।

অভিযান কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় মাদক ব্যবসায়ী ও সেবনকারী মো: এরশাদ ও আব্দুল রহমান প্রকাশ বাবুল নামক দুইজনকে গাঁজাসহ আটক করা হয়।

এসময় মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৯(১) গ লঙ্ঘনের অভিযোগে একই আইনের ৩৬(১) ২১ অনুযায়ী উভয়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে উভয়জনের কাছ থেকে নগদ ৫০টাকা করে অর্থদন্ড আদায় করা হয়। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ সময় চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সেন্টু রায় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর