চর্যাপদ সাহিত্য একাডেমি’র ৬জন পেলেন দোনাগাজী পদক

স্টাফ রিপোর্টার : চর্যাপদ সাহিত্য একাডেমি প্রদত্ত দোনাগাজী পদক ২০২২ এবং ২০২৩ প্রদান করা হয়েছে।

গতকাল ১০জুন (শনিবার) বিকেলে চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ৬জনকে পদক তুলে দেয়া হয়।

দোনাগাজী পদক অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশবরেণ্য কথা সাহিত্যিক নাসরীন জাহান।

এসময় তিনি বক্তব্যে বলেন, অনেকদিন ধরে চর্যাপদ একাডেমির।বিভিন্ন কার্যক্রম আমি দেখে আসছি। দূর থেকে শুভ কামনা জানিয়েছি। মনে মনে খুব ইচ্ছে ছিল এমন একটি আয়োজনে সামিল হওয়ার। আজ সে ইচ্ছে পূরণ হলো।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি জাহিদুল হক।
তিনি বক্তব্যে বলেন, আজ চাঁদপুরে যখন প্রথম ঢুকলাম তখন মনে হয়েছে দোনাগাজী যেন আবারও চাঁদপুরে
ফিরে এসেছেন চর্যাপদ একাডেমির কর্মযজ্ঞের মধ্য দিয়ে। এর আগেও চর্যাপদ একাডেমির পুরস্কারের অনেক সুনাম শুনেছি। এ ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে।

অনুষ্ঠানে সম্মাুনিত অতিথি’র বক্তব্য রাখেন খ্যাতিমান কবি আশরাফ আহমদ ও কবি জামসেদ
ওয়াজেদ। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক শিউলী মজুমদার, কবি সজীব মোহাম্মদ আরিফ।

প্রশংসাপত্র পাঠ করেন সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, পরিচালক শিউলী মজুমদার, সহযোগী পরিচালক
জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম এবং নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি। সংগীত পরিবেশন করেন ইলা ইয়াসমিন।

বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬ জনকে দেয়া হয় দোনাগাজী পদক। যারা পদকে ভূষিত হন, কবিতায় শিহাব শাহরিয়ার, কথাসাহিত্যে পারভীন সুলতানা, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ এবং ২০২৩-এ কবিতায় মজিদ মাহমুদ, গবেষণা সাহিত্যে পীযূষ কুমার ভট্টাচার্য্য ও চর্যাগীতিতে শামসুল হুদা।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান,।মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক, চাঁদপুরের কৃতিসন্তান কবি দোনাগাজীর সম্মানে ২০১৯ সাল থেকে এ পদক প্রদান করে আসছে চর্যাপদ একাডেমি। শিল্প-সাাহিত্যের শুদ্ধতম ব্যক্তিদের হাতে তুলে দেয়া হয় এ পদক। এর আগে মনি হায়দার, মোহাম্মদ নূরুল হক, নিলুফা আক্তার, মামুন রশীদ, প্রত্যয় হামিদসহ দেশের অনেক প্রতিশ্রুতিশীল লেখক পেয়েছিলেন দোনাগাজী পদক।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিন, উপমহাপরিচালক নন্দিতা দাস, অ্যাডভোকেট ইমাম হোসেন টিটু, চিত্রশিল্পী তাফাজ্জাল হোসেন তাফু, অ্যাডভোকেট খালেদ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, আর্কাইভ ও
নথিব্যবস্থাপনা পরিচালক আল আমিন সানি, অর্থ অডিটর আমিন উদ্দিন এবং তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া প্রমুখ।

সম্পর্কিত খবর