চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর হানিফ গাজীর দাফন সম্পন্ন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর হানিফ গাজীর ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৮ জুন মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

এ সময় জানাযার নামাজে অংশ গ্রহন করেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভুইয়াসহ পৌরকাউন্সিলর, পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ মুসল্লীবৃন্দ।

উল্লেখ্য, বুধবার (৭ জুন) রাত সাড়ে ৮টার সময় ঢাকা পপুলার প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গত ২৯ মে সোমবার তিনি ব্রেন স্ট্রোক করলে তাকে উন্নত চিকিৎসার জন্য আমি আসলাম সবচেয়ে টাকা নেওয়া হয়। ৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবসর সে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন তিনি। এতদিন লাইফ সাপোর্টে ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।স্ত্রী,২ মেয়ে, বহু আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব সহকর্মী শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত খবর