মতলবে বৃষ্টির জন্য হাহাকার : ইস্তিসকার নামাজ আদায়

মতলব উত্তর প্রতিনিধি: অসহনীয় গরমে নাকাল মতলব উত্তরের মানুষ। বৃষ্টির আশায় আশায় চাতক পাখির মতো চেয়ে আছে আছে আকাশের দিকে।অবশেষে মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আদায় করা হলো ইস্তিসকার নামাজ।

বুধবার (৭ জুন) সকাল ১১টার দিকে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সামনে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়।

ইত্তেহাদুল ওলামা মতলব উত্তর এর উদ্যোগে বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তেস্কার নামাজ আদায় করা হয়, মহান প্রভুর কাছে হাজারো মুসুল্লির ফরিয়াদ, উক্ত ইস্তেস্কার নামাজের ইমামতী ও খুৎবাহ প্রধান করেন মতলব উত্তর মমোরুজ কান্দী মাদ্রাসার মোহতামিম মুফতী জয়নাল আবেদিন সাহেব দাঃ বাঃ , এবং দোয়া পরিচালনা করেন, এখলাসপুর মাদ্রাসার মোহতামিম হাঃ ইব্রাহিম সাহেব দাঃ বাঃ, এতে বক্তব্য রাখেন, মোঃ আমিনুল হক বেপারী মুফতি সুলাইমান সাহেব, মাওলানা আতাউল্লাহ মহসিন, মুফতী মামুনুর রশীদ মাওলানা আফজাল খান, হাঃ এমদাদুল হক মানিক, মাওলানা আবুসালেহ, মাওলানা আব্দুল বাতেন ফরাজি, প্রমুখ,সহ তিন শতাধিক মানুষ নামাজে অংশ গ্রহণ করে।

নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একইসঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা।

মুসল্লিরা জানান, গত কয়েকদিন ধরে মতলব উত্তরে তাপদাহে পুড়ছে সকল শ্রেণি পেশার মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই।

রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছে মতলব উত্তর উপজেলার মানুষ। বুধবার সকাল ১১টার দিকে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ শেষে ১২মিনিট পর্যন্ত দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা সময় থেকে হালকা বাতাস বইতে শুরু করে।

সম্পর্কিত খবর