বাবুরহাট বাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে মূল্য তালিকা না থাকায় এবং ময়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।

মঙ্গলবার (৬ জুন) ওই বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, সদরের বাবুরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক বাজার তদারকি অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না থাকায় মেসার্স হোসেন ফল বিতানকে ৫ হাজার টাকাএবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় তোহা পোল্ট্রি ফিডকে ৮ হাজার টাকাসহ সর্বমোট দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিমের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

সম্পর্কিত খবর