মতলবে চিকিৎসা বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরীকে সংবর্ধনা

চাঁদপুর খবর রির্পোট: মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের আয়োজনে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক “স্বাধীনতা পুরস্কার-২০২৩ এ ভূষিত হয়েছেন প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে তাঁর উপস্থিতিতে মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের মাঠ পর্যায়ের গবেষণা স্টেশনের হল রুমে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক “স্বাধীনতা পুরস্কার-২০২৩ এ ভূষিত হয়েছেন প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী কে সংবর্ধনেউপহার তুলে দেন চাঁদপুর ডিসি কামরুল হাসান সহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিডিডিআরবি নির্বাহী পরিচালক ড.তাহমিদ অহমেদ ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মতলব উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস, মতলব দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর