চাঁদপুরে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি কামরুল হাসান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে ১০দিন ব্যাপী “আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলসুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল ৫ জুন (সোমবার) ১০দিন ব্যাপী “আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলসুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ” কার্যক্রমের উদ্বোধন করেন ও প্রধান অতিথ ‘র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।

প্রশিক্ষনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রান কৃষ্ণ দেবনাথ, চাঁদপুর ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, চাঁদপুর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তাগণ।

সম্পর্কিত খবর