চাঁদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর দুর্নীতি দমন কমিশন সম্বনিত জেলা কার্যালয় ও চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ ও পুরস্কার বিতরণ এবং একজন ছাত্র একজন ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪জুন (রবিবার) চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড.কাজী হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন উপ পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

পরে বিতর্ক প্রতিযোগিতায় ‘‘তথ্য প্রযুক্তির সর্বাত্নক ব্যবহারই পারে দুর্নীতিমুত্ত দেশ গড়তে’’ বিষয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পক্ষ অংশগ্রহন করে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ বিপক্ষে অংশ গ্রহন করে চাঁদপুর সরকারি হাসান আলি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় বিজয় অর্জন করে হাসান আলি সরকারি উচ্চ বিদ্যালয় দল।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক খোরশেদ আলম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ দেবনাথ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ -সভাপ্রতি মজিবুর রহমান, আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ এর সহকারি শিক্ষক মো. মনির হোসেন।

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদলকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন উপ পরিচালক জালাল উদ্দিন আহাম্মদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় উপস্হিত ছিলেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয় সহকারি পরিচালক মো. আতাউর রহমান, সহকারি পরিচালক অভিজিত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি হাফেজ মাওলানা কেফায়েত উল্লা, সদস্য আবু আহছান উল্লা সফিয়ান।

সম্পর্কিত খবর