কচুয়ায় আওয়ামী লীগ নেতা গোলাম হোসেনের পথসভা ও মতবিনিময়

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১কচুয়া আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়ন প্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ¦ মো.গোলাম হোসেন বলেন, বর্তমান আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। সরকারের বৃহŤ কর্মকান্ডের কারনে বিশ^ ব্যাংকের আর্থিক সহযোগিতা ব্যতীত নিজস্ব অর্থায়নে বৃহŤ পদ্মা সেতু নির্মিত হয়েছে।

তাছাড়া কর্নফুলী ট্যানেল,মেট্টো রেল,উড়াল সেতু হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নিজেদেরকে ও সে ভাবে প্র¯ুÍত হতে হবে। সারাদেশের ন্যায় আমাদের কচুয়া হবে স্মার্ট। তিনি গতকাল মঙ্গলবার দিনব্যপী কর্মসূচীর অংশ হিসেবে সকালে বিতারা ইউনিয়নের প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খানের জানাজা অংশগ্রহন শেষে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য উপাত্ত তুলে ধরে উপজেলার স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে কচুয়া উপজেলার সাচার বাজার,

শিমুলতলী,বাছাইয়া,মাসনিগাছা এলাকায় পথসভা শেষে আশ্রাফপুর মাদ্রাসার মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.সফিকুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু ইফসুফ ও যুবলীগ নেতা জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো.শাহজাহান শিশির।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাশেম ভূইয়া,যুগ্ম-সম্পাদক মনির হোসেন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহাদাৎ মিয়া,সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, বাতেন সরকার,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.রফিকুল ইসলাম,উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম টগর,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো লিটন মুন্সি,সাধারন সম্পাদক মো.শাহাদাŤ হোসেন,

গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিন উদ্দিন,সাধারন সম্পাদক মো.মনির হোসেন মেম্বার, গোহট দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সেলিম হোসেন,সাধারন সম্পাদক মো.বিল্লাল হোসেনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর