মতলব উত্তরে নিচন্তপুর ডিগ্রি কলেজে মতবিনিময়

ফারুক হোসেনঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। সেজন্য সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এর বিকাশে কাজ করে যাচ্ছে। সরকারের নানা পদক্ষেপের কারণে দেশে শিক্ষার হার বাড়ছে।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষাকে যুগোপযোগী করা হচ্ছে এবং দেশের শিক্ষার্থীরা যেন প্রাক-প্রাথমিক থেকে উচ্চ পর্যায় পর্যন্ত আন্তর্জাতিক মানের শিক্ষা পায় সেজন্যও সরকার কাজ করে যাচ্ছে।

রোববার (২৮ মে) বিকালে চাঁদপুর মতলব উত্তরে নিচন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁনের সভাপতিত্বে প্রভাষক শামিমা ইসমিনের পরিচালনায়, বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ আরিফউল্লা, অভিভাবক সদস্য ফরিদ আহম্মদ ইত্তেফাক, সহাকারী অধ্যাপক আলামিন।

সম্পর্কিত খবর