চাঁদপুরে ইমামদের নিয়ে নাটাবের যক্ষ্মা প্রতিরোধ বিষয়ক মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার যক্ষা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে মসজিদের ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর উদ্যোগে বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় চাঁদপুর রোটারি ভবন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর নাটাবের সভাপতি ডাঃ এমজি ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাহাদাৎ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মাসুদ রানা। এসময় উন্মুক্ত আলোচনা একাধিক ইমামগণ যক্ষা বিষয়ে বক্তব্য রাখেন।

সভায় নাটাব সভাপতি ডাঃ এমজি ফারুক ভূঁইয়া বলেন, প্রাণঘাতি করোনার চেয়েও যক্ষা মারাত্মক। করোনারমত যক্ষাও হাচি কাশির মাধ্যমে ছড়ায়। তিনি যক্ষাসহ বিভিন্ন মরণ ব্যাধি ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি করতে খুতবায় আলোচনা করতে মসজিদের ঈমাদের প্রতি আহবান জানান। সভার যক্ষ্মা রোগী সনাক্ত করতে ইমামদের সহায়তা কামনা করা হয়। এসময় মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মসজিদের ৩০জন ইমাম অংশগ্রহন করেন।

সভায় জানানো হয়, যক্ষ্মা একটি প্রাচীন ঘাতক ব্যাধি। প্রতিবছর বাংলাদেশে বহু লোক এ রোগে মৃত্যুবরণ করে।পূর্বে এ রোগের চিকিৎসা ছিলনা কিন্তু বর্তমানে যক্ষ্মার চিকিৎসা ও ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। যক্ষ্মা সম্পর্কে অনেক সামাজিক কুসংস্কার রয়েছে। অনেকে যক্ষ্মাকে বংশগত ও ছোঁয়াচে রোগ বলে মনে করেন।

সম্পর্কিত খবর