চাঁদপুর পৌর ও সদর উপজেলা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা

শাহআলম মল্লিক : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী বলেন ব্ঙ্গবন্দুর সুযোগ্য কন্যা মৎস্যজীবী বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের মৎস্যজীবীদের জন্য আলাদা পরিচয় পত্র জেলে কার্ডের ব্যবস্হা করেছেন।

বিএনপি আমলের ১০ কেজির পরিবর্তে আওয়ামী লীগ সরকার ৪০ কেজি চালের ব্যবস্হা করেছেন।আপনারা মৎস্যজীরা বিভিন্ন সমস্যার কথা জানিয়েছে।শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সাথে আলোচনা করে সমাধান করা হবে।বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর ও সদর উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বাসভবনে গতকাল ২২ মে সোমবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মৎস্যজীবী লীগের সভাপতি শাহ আলম মল্লিকের সভাপতিত্বে এবং সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সফিকুর রহমান বেপারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক,উপদপ্তর সম্পাদক রনজিত রায় চৌধুরী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান বাবুল,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাফর ইকবাল মুন্না।জেলা মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা খান নুর।উপস্হিত ছিলেন ও বক্তব্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির চাঁদপুরের প্রতিনিধি এডঃ সাইফুদ্দিন বাবু,

চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, জেলা মৎস্যজীবী লীগের যুগ্নসাধারন সম্পাদক ইউসুফ মিজি,সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক বেপারী, জেলে বিষয়ক সম্পাদক উপরাজ বর্মন,সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, মতলব দক্ষিন উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মনোরোঞ্জন বেপারী,

পৌর মৎস্যজীবী লীগের সহসভাপতি মালেক বেপারী,যুগ্মসাধার সম্পাদক দুলাল,সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ মিজি,মৎস্যজীবী লীগ নেতা কাসেম জমাদার,ওচমান বেপারী,জমির রাঢ়ী, ছামেদ ঢালী,শুক্কুর শিকদার,ইয়াকুব ,মিছির প্রমুখ।

সম্পর্কিত খবর