৩৯০ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে হাজীগঞ্জ এনায়েতপুর বাসস্ট্যান্ড থেকে ৩৯০ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজাসহ শরীয়তপুরের মাদক বিক্রেতা মাসুদ পারভেজ সুমন (৩৪) গ্রেফতার হয়েছে।

একই সময় তার সাথে থাকা প্রাইভাট কার জব্দ করা হয়। শুক্রবার (১৯ মে) রাত ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমদাদুল ইসলাম মিঠুন।

গ্রেফতার সুমন পাশবর্তী জেলা শরীয়তপুর গোসাইরহাট থানার চরজসুরগাঁও গ্রামের মো. শহীদের ছেলে।
সহকারী পরিচালক ইমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেডিং টীম আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক বাপন সেন।
অভিযানকালে মাদক বিক্রেতা মাসুদ পারভেজ সুমনকে একটি সাদা রঙের প্রাইভেট কার, ৩৯০ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর