চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপনে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার : আগামী ২ ও ৩ জুন চাঁদপুর জেলা শহরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হবে। মেলা উদযাপনের লক্ষ্যে গতকাল ১৬ মে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদের সভাপ্রধানে বক্তারা বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের সফলতা কামনা করেন এবং সকল শ্রেণি-পেশার মানুষসহ ছাত্র-ছাত্রীরা যাতে মেলা দেখাসহ অংশগ্রহণের সুযোগ পান সেদিকে লক্ষ্য রেখে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে ভেন্যু হিসেবে নির্বাচন করেন।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, বাবুর হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সাহা, জেলা সহকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক লিটন কান্তি দাস, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ, চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন,

চাঁদপুর দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসকান্দর মির্জা, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শরীফুল মোহাম্মদ, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ রেজাউল করিম বিপ্লব, বিশিষ্ট কবি ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল চন্দ্র সাহা,

লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষ্মণ চন্দ্র রায়, বাবুরহাট স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সিনিয়র, জুনিয়র ও বিশেষ গ্রুপসহ মোট ৩ গ্রুপে মেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। জেলা পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে মেলায় অংশ নেওয়াসহ মেলার সফলতায় চেয়ে সকলের সহযোগিতা কামনা করেন অতিরিক্ত (জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি) মোঃ বশির আহমেদ।

সম্পর্কিত খবর