চাঁদপুরের দুই সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার রিভিশন আবেদনও খারিজ

বিশেষ প্রতিনিধি :দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও সমকালের চাঁদপুর প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারী এবং বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি ইব্রাহীম রনির বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান সেলিম খানের পক্ষ করা মামলা খারিজের বিরুদ্ধে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রিভিশন আবেদনও খারিজ করে দিয়েছেন ।

১৬ মে মঙ্গলবার এ রায় দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাহেদুল করিম।

ইউপি চেয়ারম্যান সেলিম খানের পক্ষে রিভিশনটি করেন তার সহযোগী আব্দুল কাদের মিয়া। এর আগে চাঁদপুরের পদ্মা-মেঘনায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে রিপোর্ট করায় গত বছরের মার্চে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। মামলার তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় তা খারিজ করে দেন চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। গত ২ মে মামলা খারিজের বিরুদ্ধে রিভিশন আবেদনের শুনানি হয়।

সাংবাদিকদের পক্ষে মামলার শুনানিতে অংশ নেন অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. বদিউজ্জামাল কিরন, অ্যাড. দেবাশীষ কর মধু, অ্যাড. আবদুল লতিফ, অ্যাড. আবুল কাসেম, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. হেলাল উদ্দিন, অ্যাড. খাদিজা আক্তার খুকি, অ্যাড. ইশরাত জাহান ইমাসহ আরো বেশ কয়েকজন।
এ বিষয়ে আসামীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বলেন, ২০২২ সালের ২২ মার্চ চাঁদপুরের দুইজন সাংবাদিকের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন সেলিম খান। ওই মামলাটি আদালত ২০৩ ধারায় খারিজ করে দেন। এরপর মামলা খারিজের আদেশ বাতিলের জন্য বাদীপক্ষের রিভিশন আবেদন করেন। মামলার উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিভিশন আবেদনটি খারিজ করে দিয়েছেন। এর ফলে মামলাটি যে মিথ্যা ও হয়রানিমূলক তা প্রমাণিত হয়েছে।

এ বিষয়ে দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও সমকালের চাঁদপুর প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারী সাংবাদিক ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, আমাদেরকে হয়রানি করার জন্য মামলাটি করা হয়েছিল। তবে আদালত যে রায় দিয়েছেন তা সত্য ও ন্যায়ের পক্ষে। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।

সম্পর্কিত খবর