মতলব পৌরসভা পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান

গোলাম সারওয়ার সেলিম : চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে সাথে জনপ্রতিনিধিদের ভূমিকা সবচেয়ে বেশী। জনগণের সেবা’র মাধ্যমেই জনপ্রিয়তা অর্জন করা সম্ভব।

তাই জনগণ যাতে সেবা পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পৌরসভায় সেবা নিতে আসা মানুষ যাতে দুর্ভোগের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারের প্রতিটি উন্নয়ন কার্যক্রম জনগণের দৌরগোড়ায় পৌঁছাতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এজন্য প্রত্যেক জনপ্রতিনিধিকে সচেতন থাকতে হবে। এ সময় তিনি পৌরসভার সকল কার্যক্রমের খোঁজ-খবর নেন এবং পৌরসভার কার্যক্রমের প্রশংসা করেন। ১৫ মে চাঁদপুরের মতলব পৌরসভা পরিদর্শনকালে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময়কালে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, সহকারী কমিশনার (ভূমি) তাছনিন আক্তার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, পৌরসভার প্রকৌশলী আমজাদ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, কাউন্সিলর মোঃ ওয়াজ উদ্দিন, কাউন্সিলর পিন্টু সাহা, কাউন্সিলর আব্দুল হাই, মহিলা কাউন্সিলর মরিয়াম আক্তার শিখা,

মহিলা কাউন্সিলর জোহরা আক্তারসহ পৌরসভার কাউন্সিলর সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রথমেই জেলা প্রশাসককে মতলব পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র আওলাদ হোসেন লিটনসহ সকল কাউন্সিলরবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সম্পর্কিত খবর