শাহরাস্তিতে মোবাইল কোর্টে ভেকু মালিকের এক লাখ টাকা জরিমানা

স্বপন কর্মকার মিঠুনঃ শাহরাস্তি উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ভেকু মালিক শাহিনের ১ লাখ টাকা জরিমানা করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যোবায়ের কবির বাহাদুর নিশ্চিত করেছেন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ূন রশিদের নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী গত১৪ মে ২০২৩ খ্রিস্টাব্দে জনস্বার্থে ওই মোবাইল কোর্টের মাধ্যমে ভেকু মালিকে ১ লাখ টাকা জরিমানা করেন।

শাহরাস্তি উপজেলাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নের হাড়িয়া মৌজায় অবৈধভাবে ভেকু দিয়ে ফসলী কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন এবং বিক্রি করায় মোবাইল কোর্টের মাধ্যমে ভূমি আইনানুযায়ী ভেকুর মালিক শাহিনকে এক লাখ টাকা অর্থদণ্ড ( জরিমানা) প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল। সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর