ঘূর্ণিঝড় মোখা : চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল বন্ধ

চাঁদপুর খবর রির্পোট: ঘূর্ণিঝড় মোখার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

শনিবার (১৩ মে) রাত ৯টার দিকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাত ৮টা থেকে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

বিআডাব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল চৌধুরী জানান, মূলত গতকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শনিবার দিনে কিছু গাড়ী পার হয়েছে। তবে রাত ৮টার পর থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফেরিচলাচল বন্ধ থাকবে।

এদিকে, আবহাওয়া অফিস ঘূর্ণিঝড় মোখার কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত চরাঞ্চলসমূহে ৮নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এরপরেই শুক্রবার (১২ মে) দিনগত রাত সোয়া ১০টা থেকে চাঁদপুর থেকে সব ধরণের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ রয়েছে।

সম্পর্কিত খবর