চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদের সতর্কবার্তা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ বিভিন্নস্থান থেকে চাঁদপুর শহরে কেনাকাটার জন্য আগত মহিলাদের জন্য একটি সর্তকবার্তা দিয়েছেন।

গতকাল শুক্রবার ( ১২ মে)চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ ভিডিও র্বাতায় এ সর্তকবাতা দেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ সতর্কবার্তায় বলেন, মহিলারা যারা বিভিন্নস্থান থেকে চাঁদপুর শহর আসছেন কেনাকাটার জন্য তাদের জন্য একটি সর্তকবার্তা। আপনারা অপরিচিত লোকের সাথে কথা বলবেন না। বারবার আপনাদের সতর্ক করা হচ্ছে, কিন্তু আপনারা সতর্ক হচ্ছেন না। অপরিচিত লোক অন্য জেলার, তার বাড়ি চাঁদপুর জেলায় নয়, অন্য জেলার লোক সে এসে আপনাকে মা চাচি, জেঠি খালা বলবে, আপনার সাথে কথা বলতে চাইবে। আপনাকে বিভিন্ন জিসিন জিজ্ঞাসাবাদ করবে। আপনে তার কথায় সায় দিলে আপনাকে কথা বলতে বলতে নির্জনস্থানে নিয়ে যাবে।

সেখানে নিয়ে আপনার দামি স্বর্নের, দামি জিনিস আছে ওগুলো কিনার জন্য বলবে। আপনাকে লোভ দেখাবে। তখন আপনি আপনার স্বর্ন দিয়ে দিতে বাধ্য হবেন। অতএব আপনারা অপিরচিত এরকম লোকের সাথে কথা বলবেন না।

কেউ অসহায় কথা বলে সহযোগিতা চাইলে, সে যদি অপরিচিত হয় তাহলে তার সাথে কথা বলবেন না।

 

সম্পর্কিত খবর